সংসদে উচ্চ কক্ষ চালুর প্রস্তাব তারেক রহমানের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০৪:৪৪ পিএম

ঢাকা : দেশী-প্রবাসী মেধাবী বাংলাদেশিদের নিয়ে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ কথা বলেন।

৫২-৭১ কিংবা ৯০ এর মতো দেশের ছাত্রসমাজ বিজয়ের অমর একটি ইতিহাস রচনা করেছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত হয়েছে নতুন বিজয়। এ জন্য গণতন্ত্রকামী সব দলগুলোর পক্ষ দল-মত নির্বিশেষে দেশের সবাইকে ধন্যবাদ জানাই।  

আইএ