ঢাকা : ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের নেতাদের ‘গণহত্যার’ অভিযোগে বিচারের দাবিতে রাজধানীর কয়েক জায়গায় অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ছ্ড়াও বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইট, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।
নয়া পল্টনে দুপুরের সমাবেশ ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও নেতা-কর্মী জড়ো হয়েছেন। এই সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
[229759]
বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটের কর্মসূচির নেতৃত্বে আছেন মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।
তিনি বলেন, “আজকে আমাদের এটি ঘোষিত কর্মসূচি। ঢাকাসহ সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো এই কর্মসূচি পালন করছে। আমাদের দাবি একটাই। তা হচ্ছে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার করে বিচার করা। এরা বাংলাদেশে নৃশংস গণহত্যা ঘটিয়েছে।”
গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া যুব দলের শতাধিক নেতা-কর্মী ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘খুনি শেখ হাসিনার বিচার চাই, বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।
[229747]
কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মী শেখ হাসিনার বিচারের দাবিতে স্লোগান দেয়। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা এবং বিএনপির পতাকা ছিল।
এছাড়া মালিবাগ, মৌচাক, শাহজাহানপুর, কাপ্তান বাজারসহ রাজধানীর বিভিন্ন সড়কে বিএনপি মহানগর, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা মিছিল করেছে।
এমটিআই