মামুনুল হক

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পূর্ণাঙ্গ ইসলামি ব্যবস্থা চালু করতে হবে

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৬:১৭ পিএম

ঢাকা: শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে না হলে অন্তর্বর্তী সরকারকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে হলে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। পূর্ণাঙ্গ একটি ইসলামী বিপ্লবের মাধ্যমে খেলাফত সরকার প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ দেওয়ার দাবিও জানান মামুনুল হক।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী রেলস্টেশনে জেলা খেলাফত মজলিস আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করছেন। সব ষড়যন্ত্র আলেম সমাজ প্রতিহত করবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পূর্ণাঙ্গ ইসলামি ব্যবস্থা চালু করতে হবে।

অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে খেলাফত মজলিসের এ নেতা বলেন, ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না। দীর্ঘায়িত করলে জাতির কাছে জবাবদিহি করতে হবে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতা যেন সঠিক বিচার পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে খেলাফত মজলিশ নোয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।

শায়েখ ইউসুফ আল মাদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমির খুরশিদ আলম কাশেম, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, মোহাম্মদ আতাউল্লাহ, জালালুদ্দিন আহসান, শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা বোরহান উদ্দিন হাক্কী, যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা খালেদ মাহমুদ, ছাত্র মজলিসের জেলা সভাপতি আব্দুর রহমান জিহাদী প্রমুখ।

আইএ