ঢাকা: রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ সন্দেহে দুই নারীকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএনপি-যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটে।পৃথকভাবে দুই নারীকে মারধর করেন দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শহীদ নূর হোসেন দিবস স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রোববার বিকেল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় আওয়ামী লীগ।
[236823]
তাদের প্রতিহত করতে একই স্থানে দুপুর দুইটায় গণজমায়েত শুরু করে বৈষম্যববরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে শনিবার (৯ নভেম্বর) রাত থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নেয় বিএনপি-যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দেখা যায়, বিকেল ৩টার দিকে আওয়ামী লীগ সন্দেহে এক নারী মারধর করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকেল সাড়ে তিনটার দিকে আরেক নারীকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বিএনপি বা এর অঙ্গসংগঠনগুলোর কোনো নেতাকর্মী ও পুলিশ এ ঘটনাটি নিয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি।
[236811]
এর আগে শনিবার রাতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কর্মী সন্দেহে ৭ জনকে মারধর করে পুলিশে দেয় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার সকাল থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত একইভাবে আওয়ামী লীগ সন্দেহে অন্তত ১৮ জনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন তারা।
আইএ