ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’। রাত সাড়ে ১১টায় ভিআইপি টারমাক থেকে উড়োজাহাজটি রানওয়ের দিকে এগোতে থাকে; এর কয়েক মিনিটের মধ্যে উড়াল দেয় অ্যাম্বুলেন্সটি।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডামকে নিয়ে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করেছে। আপনাদের মাধ্যমে দেশেবাসীর কাছে ম্যাডামের জন্য দোয়া চাই।
এর আগে রাত পৌনে ১১টার দিকে ৮ নম্বর গেইট দিয়ে শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করে খালেদা জিয়ার গাড়ি। কিছু আনুষ্ঠানিকতা শেষে তিনি ১১টা ১০ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ওঠেন।
[241296]
পথে পথে হাজারো নেতাকর্মীদের বিদায়ী শুভেচ্ছার মধ্যে তার গাড়ি বহর বিমানবন্দরের দিকে এগিয়ে যায়। গুলশানে তার বাসা ‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের পথটুকু যেতে সময় লাগে দেড় ঘণ্টার বেশি।
রাত ৮টা ১৬ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হওয়ার পর গুলশান অ্যাভিনিউ, গুলশান-২, বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, কাকলী দিয়ে বিমানবন্দর সড়কে উঠতেই পেরিয়ে যায় এক ঘণ্টার মত।
এসব সড়কে হাজার হাজার নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানাতে সড়কের দুই পাশে জড়ো হয়েছিলেন। সড়কজুড়ে যানজট তৈরি হওয়ায় তার গাড়ি বহর চলেছে ধীর গতিতে। যে কারণে নির্ধারিত সময় রাত ১০টায় তার ফ্লাইট রওনা হতে পারেনি।
এআর