ঢাকা : বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য দুই-একজন যে অপকর্ম করছে, তাদের আমরা কোনওভাবেই দলে রাখতে পারব না। যারা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম, তাদের জন্য আমরা বিতর্কিত হতে পারব না। জনগণের বিরাগভাজন হতে পারব না। যথেষ্ট হয়েছে, এদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে। কিছু চাঁদাবাজ-দখলবাজদের জন্য বিএনপিকে কলঙ্কিত হতে দেওয়া যাবে না।
রোববার (১৬ মার্চ) বিকেলে বংশালের সুরিটোলা স্কুল মাঠে থানা বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্তি কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
[246021]
ইশরাক বলেন, বিগত দিনে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির সুনাম অর্জিত হয়েছে। জনগণের সহমর্মিতা-সমর্থন আমাদের ওপর তৈরি হয়েছে। এখন সেটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বৈরাচার হাসিনার রেখে যাওয়া মিডিয়ার কিন্তু কোনও পরিবর্তন হয়নি। ৫ আগস্টের পর এরা গর্তের মধ্যে ঢুকে ছিল, এখন মাথাচাড়া দিয়ে উঠছে।
ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, আগামীতে মেধাবৃত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের মন জয় করে ভোট নিশ্চিত করতে হবে। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার জন্য, বিএনপি নেতাদের চরিত্র হরণে একটি মহল উঠে পড়ে লেগেছে।
[246005]
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের যেভাবে আচার-আচরণ হওয়া উচিত ছিল সেটা কি শতভাগ করতে পেরেছি? আমাদের মাঝে কি দোষ-ত্রুটি, ত্রুটি-বিচ্যুতি হয় নাই? আমাদের মধ্যে কেউ কেউ কি অপকর্ম লিপ্ত হয় নাই? অবশ্যই হয়েছে। একটা দুইটা ঘটনা ঘটতে পারে, অপকর্ম সকল দলের লোকজনই করছে, সবাই করছে। বিএনপি বড় দল, এখন আমাদের একটু সচেতন হওয়ার সময় এসেছে।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহীর সদস্য হামিদুর রহমান হামিদ, রফিকুল ইসলাম রাসেল, সাবেক কাউন্সিলর মোহাম্মদ মোহন প্রমুখ।
এমটিআই