ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংঘটিত আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এ আন্দোলনের শুরু থেকে আলোচনায় আছেন নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজন ছাত্রনেতা।
সম্প্রতি তারা রাজনৈতিক দল গঠন করেছেন। আত্মপ্রকাশের পর প্রথমবারের মতো পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে তাদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে এনসিপি। বিভিন্ন এলাকায় জনসংযোগ করছেন দলটির নেতাকর্মীরা। ঈদকে সামনে রেখে জনসংযোগে বস্ত সময় কাটাচ্ছেন তারা। ঈদের দিনে নিজ নিজ এলাকার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এনসিপির নেতাকর্মীরা।
এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঈদ করবেন ঢাকায়। নাহিদ ইসলামের নির্বাচনি আসনকেন্দ্রিক জনসংযোগ তৎপরতা এখনো দৃশ্যমান না হলেও ঢাকা-১১ আসন থেকে তার নির্বাচন করার সম্ভাবনা আছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
[246842]
বাড্ডা, ভাটারা, রামপুরা, বনশ্রী এলাকা (ঢাকা দক্ষিণ সিটির ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড) নিয়ে গঠিত এ আসন। নাহিদের বাড়ি ঢাকার দক্ষিণ বনশ্রীতে। এবার সেখানেই ঈদ করবেন নাহিদ ইসলাম।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ঈদ করবেন রংপুরে। এ লক্ষ্যে গত ২৭ মার্চ রংপুরে গেছেন তিনি। রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। সকালে ঈদের নামাজ আদায়ের পর শহীদদের কবর জিয়ারত করে তিনি শহীদ পরিবারের সঙ্গে সময় দেবেন। তারপর নানা ধরনের গণসংযোগ কর্মসূচি পালন করবেন আখতার হোসেন।
সম্প্রতি শতাধিক গাড়ির বহর নিয়ে নিজের জেলায় নির্বাচনি প্রচারে গিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-১ সংসদীয় আসন থেকে তিনি নির্বাচন করতে চান। এখন নির্বাচনি আসনের বিভিন্ন এলাকায় উঠোন বৈঠক ও জনসংযোগ করছেন সারজিস। ঈদেও সারজিসের এ তৎপরতা অব্যাহত থাকবে। আপাতত পঞ্চগড়েই আছেন সারজিস আলম।
দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। গত কয়েক মাসে নিজ এলাকায় বিভিন্ন সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন হাসনাত। সর্বশেষ দেবীদ্বার উপজেলার সুজাত আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, সবাইকে সঙ্গে নিয়ে দেবীদ্বার আসনকে এনসিপির একক আসন হিসেবে গড়ে তুলতে চান তিনি। হাসনাত নির্বাচনি এলাকার মানুষের সঙ্গেই ঈদ করবেন বলে জানা গেছে।
এআর