ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের মাঝে পানি বিতরণ করার সময় পুলিশের গুলিতে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাসায় যান। এ সময় জামায়াত আমির পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে নিয়ে মোনাজাত করেন।
[246862]
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।
এমটিআই