ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রন্থাগারের পেছন থেকে অপরিণত ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
তিনি বলেন, ‘গ্রন্থাগারের পেছনে একটি অপরিণত বাচ্চা পড়ে ছিল। লাশের শরীর থেকে গন্ধ ছড়াচ্ছিল। হয়তো চার-পাঁচ দিন আগে শিশুটাকে ফেলে রাখা হয়েছিল। লাশের গন্ধ পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় খবর দেয়। তারপর আমরা লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছি।’
এসআই আমিনুল ইসলাম আরও বলেন, ‘ঢামেক হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি ছেলে শিশুটি পাঁচ থেকে ছয় মাস মায়ের গর্ভে ছিল। তারপর গর্ভপাত করানো হয়েছে। এমন ঘটনা মাঝেমধ্যেই দেখা যায়। বিশেষ করে ঢামেক হাসপাতালের আশপাশে দুই-তিন মাস পর পর এমন ঘটনা ঘটে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
সোনালীনিউজ/এমএএইচ