ঢাকা: রাজধানীর বিভিন্ন জায়গায় সম্প্রতি বাসে অগ্নিসংযোগের ঘটনায় শনিবার পল্টন এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দারা তিনজনকে গ্রেপ্তার করেছেন। তারা হলেন- যুবদল কর্মী মোহাম্মদ লিয়ন হক (৩০), পল্টন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু (২৮) ও যুবদল কর্মী মোহাম্মদ আজাদ (২৮)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে জানান, সকালে খবর পেয়ে ডিবি পুলিশ তিনজনকে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে এ তিনজন বিএনপি নেতাদের নির্দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে হামলাগুলো চালিয়েছিল।
গত ১২ নভেম্বর মতিঝিল ও পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ১১ বাসে আগুন দেয়া হয়েছিল। পরে এ ঘটনায় চারটি মামলা করা হয়।
এদিকে, ডিএমপির ডিবি শাখা শুক্রবার রাজধানীর উত্তরা ১০ নম্বর এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ৩১টি ককটেল বোমা উদ্ধার করেছে।
সোনালীনিউজ/এমএইচ