ঢাকা: রাজধানীর সদরঘাটে লঞ্চে প্রবেশের সময় সিঁড়ি থেকে পানিতে পড়ে শাওলিন আকিব নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
রোববার (৬ জুন) দুপুরে এ হতাহতের ঘটনা ঘটে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদীন।
নিহত শাওলিন পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। পুলিশের ৩৭ ব্যাচের এসআই হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন তিনি। বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ বলছে, রোববার সকালে একজন পুলিশ কর্মকর্তা তার এক আত্মীয়কে নিতে এসে লঞ্চের সিঁড়ি বেয়ে ওঠার সময় নদীতে পড়ে যান। এরপর ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশকে এসে সকাল সাড়ে আটটার দিকে তার মরদেহ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে পানিতে পরে যাওয়ার সময় তিনি প্লাটুনে ধাক্কা লেগে আঘাত পেয়েছিলেন।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদীন বলেন, ‘উদ্ধারের পর ওই পুলিশ কর্মকর্তার মরদেহ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।’
সোনালীনিউজ/এমএইচ