ঢাকা : রাজধানীর উত্তর বাড্ডার প্রগতি সরণিতে রডবোঝাই একটি লরি উল্টে পড়ে আছে। আর এতে ওই সড়কে যানজট দেখা দিয়েছে।
সোমবার (৭ জুন) সকালে উত্তর বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি শপিং কমপ্লেক্সের সামনে লরিটি উল্টে পড়ে থাকতে দেখা যায়। তবে এই দুর্ঘটনায় কারও ক্ষয়ক্ষতি হয়েছে কি-না জানা যায়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ভোরে ফজরের নামাজের পর সড়কে তারা এই লরি উল্টে থাকতে দেখেছেন।
সড়কের নতুন বাজার থেকে উত্তর বাড্ডামুখী অংশে পুরোপুরি আড়াআড়িভাবে লরিটি পড়ে থাকায় ওই অংশ দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। সেজন্য কুড়িল বিশ্বরোড, যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে আসা গাড়িগুলোকে নতুন বাজার দিয়ে টার্ন নিয়ে সড়কের বিপরীতমুখী অংশ দিয়ে উত্তর বাড্ডা পর্যন্ত চলাচল করতে দেখা যায়। এজন্য রামপুরা, মধ্যবাড্ডা ও গুলশান-১ থেকে নতুন বাজারমুখী অংশে বেড়ে গেছে গাড়ির চাপ। ফলে প্রগতি সরণিজুড়ে যানজট দেখা দিয়েছে। এজন্য কর্মস্থলমুখী মানুষ পড়েছে ভোগান্তিতে।
সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, সকালে লরিটিকে উল্টে থাকতে দেখা যায়। এটিকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
প্রতিবেদনটি লেখার সময় সকাল সাড়ে ৮টার দিকেও লরিটি সড়ক থেকে সরানো যায়নি।
সোনালীনিউজ/এমএএইচ