ঢাকা : রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে রামপুরা সড়ক অবরোধ করে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এ কারণে রামপুরা সড়কে যান চলাচল বন্ধ করে দেয় ট্রাফিক বিভাগ।
ঢাকা ন্যাশনাল কলেজের একদল শিক্ষার্থী সকাল পৌনে ১০টার দিকে রামপুরা ব্রিজে এসে অবস্থান নেয়। পরে তাদের সঙ্গে যোগ দেয় ক্যাম্ব্রিয়ান কলেজ ও বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
আরও পড়ুন
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে জয়ী নৌকা ৫২৫, স্বতন্ত্র ৪৪৬
‘আমার বাবা কাঁদছে নিরাপদ সড়কের দাবিতে’, ‘অ্যাম আই নেক্সট’, ‘গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘গণপরিবহনে শিক্ষার্থী হয়রানি বন্ধ কর’- লেখা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে।
ট্রাফিক গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার জানান, বাড্ডা থেকে যানবাহন ছেড়ে গেলেও রামপুরায় অবরোধের কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সেখানে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় বনশ্রী আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা রামপুরা সড়ক অবরোধ করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিনের মৃত্যু হয়। মাইনুলের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে ক্ষোভে ফেটে পড়ে স্থানীরা। দুর্ঘটনার জন্য দায়ী গ্রিন অনাবিল পরিবহনের বাসটিসহ অন্তত আটটি বাসে তারা আগুন দেয়।
মাইনুদ্দিনের মৃত্যুর ঘটনায় গ্রিন অনাবিল পরিবহনের ওই বাস চালকের সহকারী চান মিয়াকে আজ সকালে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক ইমরান খান জানান।
সোনালীনিউজ/এমটিআই