গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৫, ২০২৩, ১০:২৫ এএম

ঢাকা: রাজধানীর গুলশানে একটি বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ দুই যুবকের মধ্যে গোপাল মল্লিক (২৮) মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

নিহত গোপাল মল্লিক গাজীপুরের শ্রীনগর উপজেলার দ্বিজেন্দ্র মল্লিকের ছেলে। তিনি গুলশানে একটি কোম্পানিতে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি জানান, গতকাল শনিবার সকালে এসি বিস্ফোরণে দুজন দগ্ধ হয়। তাদের মধ্যে গোপাল রাতে মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। অপর দগ্ধ মিজানুর রহমানের (২০) চিকিৎসা চলছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, এসি বিস্ফোরণে ছয়তলা বাড়িটির পঞ্চম তলার একটি বাসায় আগুন ধরে যায়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬টা ৫৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বাসা থেকে দুই যুবককে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এসি বিস্ফোরণ হয়।

সোনালীনিউজ/এম