চিড়িয়াখানায় হায়েনার কামড়ে শিশুর কব্জি বিচ্ছিন্ন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৮, ২০২৩, ০৭:১৬ পিএম
প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে এসে হায়েনার কামড়ে দুই বছরের এক শিশুর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে শিশুটি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে এই তথ্য জানান মিরপুর জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মো. রফিকুল ইসলাম।

হায়নার আক্রমনের বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শাহ আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, একটি প্রাণির কামড়ে এক শিশু আহত হওয়ার খবরে বর্তমানে আমরা চিড়িয়াখানায় অবস্থান করছি।

তিনি জানান, ঘটনাটি আজ (৮ জুন) দুপুরে ঘটে। আহত শিশুটির নাম সাইফ হাসান (২)। ঘটনার সময় সে মায়ের কোলেই ছিল।  

ওসি বলেন, ধারণা করা হচ্ছে- অসাবধানতাবশত হায়েনা রাখার কক্ষের নেটের বেড়ার ভেতরে শিশুটির হাত ঢুকে যায় এবং হায়েনা এসে তাকে কামড়ে দেয়। 

তাৎক্ষণিকভাবে আহত শিশুটিকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান ওসি আমিনুল ইসলাম।

সোনালীনিউজ/আইএ