ঢাকা : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে যাতায়াতে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৮ জুন) ট্রাফিক রমনা বিভাগ এ ট্রাফিক নির্দেশনা দিয়েছে।
ট্রাফিক নির্দেশনাসমূহ হলো-
যেসব রাস্তায় ডাইভারশন থাকবে: জিরো পয়েন্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতালের মোড়, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং ও কন্ট্রোল-রুম গ্যাপ।
সাধারণ কার পার্কিংয়ের স্থানসমূহ
মৎস্য ভবন হতে শাহবাগ, আইইবির ভেতরে পার্কিং, কার্পেট গলি, দোয়েল চত্বর ব্যারিকেডের বাইরে, ফজলুল হক হল ব্যারিকেডের বাইরে ও প্রেস ক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে।
[202108]
ভিভিআইপি/ভিআইপি কার পার্কিং
• প্রধান বিচারপতি/ভিভিআইপি : সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোল-চত্বরের নিকট।
• মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ/ভিআইপি : ঈদগাহ ময়দানের প্রধান গেটের উত্তর পশ্চিম দিকে।
• বিচারপতিগণ : সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পাশে।
• উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা/ বিশিষ্ট ব্যক্তিবর্গ/সাংবাদিকবৃন্দ : গণপূর্তভবনের আঙ্গিনায়।
উপর্যুক্ত যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর করার বিষয়ে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
সোনালীনিউজ/এমটিআই