ডেমরায় বাসের ধাক্কায় নিহত ৪ জনের পরিচয় মিলেছে

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ০৬:৩০ পিএম
সংগৃহীত ছবি

ঢাকা: রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় নিহত তিন লেগুনা যাত্রীর পরিচয় মিলেছে। তারা হলেন- আসিফ হুসাইন সুমন (২৮), শামসুন্নাহার (৫২) ও কিশোরী উম্মে হাবিবা (১১)। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার।

তিনি বলেন, নিহত আসিফ হোসেন ডেমরার তালতলা এলাকায় থাকতেন। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। তার বাড়ি রাজশাহীতে। নিহত শামসুন্নাহারের বাড়ি নারায়ণগঞ্জ জেলার কুতুবপুর এলাকায়। আর কিশোরী উম্মে হাবিবার বাড়ি মাদারীপুরের শিবচর থানার সন্ন্যাসীর চর গ্রামে।

এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

[211807]

এর আগে সকালে ডেমরা-গুলিস্তান পরিবহনের একটি যাত্রীবাহী বাস লেগুনাটিকে ধাক্কা দিলে তিনজন নিহত হয় এবং তিনজন আহত হয়। প্রথমে একজনের পরিচয় পাওয়া যায়। পরে সিআইডির ক্রাইম সিন এসে নিহত কিশোরীর পরিচয় শনাক্ত করে। এরপর আরেক নিহতেরও পরিচয় জানা যায়।

এ ঘটনায় আহত তিনজনের মধ্যে আরও একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম আবুল হোসেন (৪৫)। তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল পশ্চিমপাড়া এলাকার পিয়ার আলীর সন্তান।

ওয়াইএ