শাহজালালে ৪ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৩, ০২:১০ পিএম

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ইউএস বাংলার একটি উড়োজাহাজ থেকে ৪৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার সকালে উড়োজাহাজটির সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন প্রায় পাঁচ কেজি ৬৮৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য চার কোটি ৪১ লাখ টাকা।

এ সময় অবৈধভাবে স্বর্ণের চালান নিয়ে আসা মো. ফজলে রাব্বী নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এমএস