সার্ক কালচারাল সোসাইটির নতুন কমিটি গঠিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ১২:৪৮ পিএম

ঢাকা : ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা সভাপতি, বীরমুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করীম কার্যকরী সভাপতি ও সাংবাদিক সুজন দে কে  সাধারণ সম্পাদক করে সার্ক কালচারাল সোসাইটির ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর বিজয়নগরের হোটেল একাত্তরের হলরুমে অনুষ্ঠিত সংগঠনটির ত্রি-বার্ষিক সাধারণ সভায় সর্বম্মতি ক্রমে তিন বছর মেয়াদী এই কমিটি গঠিত হয়। সাধারণ সভা শেষে নতুন নির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাবেক যুগ্ন সচিব ও সার্ক কালচারাল সোসাইটি-ভারতের সভাপতি ড. অমলকান্তি রায়।  

সভায় নির্বাািচত অন্যন্য সদস্যরা হলেন, সহ- সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সরকার, লায়ন এইচ এম ইব্রাহীম ভুইয়া, প্রফেসর ড.মোস্তাফিজুর রহমান, নকুল কুমার সাহা,নজরুল বাঙ্গালী (ফেনী ), লায়ন মেহেদী  হাসান, মো: আব্দুল জলিল,  নরেশ হালদার, শ্রী নারায়ন চন্দ্র রায়।  যুগ্ন সাধারণ সম্পাদক, এডভোকেট মোশরারফ হোসেন, জে. এইচ.বিপ্লব, ইফতেখার আহমেদ চৌধুরী সজীব, আসাদুজ্জামান খাঁন আজম, আজহারুল হক ফরাজী (নরসিংদী), ইশতিয়াক আহমেদ রিগান, জাহাঙ্গীর আলম ( ময়মনসিংহ ), এম. জে এইচ জনি।

সাংগঠনিক সম্পাদক ইমরুল কায়সার ইমন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক, রফিক রাফি, শফিকুল ইসলাম সোহাগ, অনুকুল চন্দ্র মন্ডল , ইব্রাহীম খলিল ( নারায়নগঞ্জ ), বাবুল হোসেন মিন্টু, প্রেম কুমার দাশ, জিনিয়া জোসনা, মুহম্মদ সাইদুর রহমান রানা।  

অর্থ সম্পাদক, হাফিজ খান, আর্ন্তজাতিক সম্পাদক, নাজিউর রহমান সোহেল (ভোলা ) প্রচার ও প্রকাশনা সম্পাদক , মারুফ হাসান মাসুম, আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট সালমা বেগম, মহিলা বিষয়ক সম্পাদক প্রফেসর জান্নাতুল ফেরদৌসি,সমাজকল্যান সম্পাদক রাজন আহমেদ শিশির, তথ্য ও গবেষনা সম্পাদক  রিদওয়ান আবিদ চৌধুরী জয়, বিজ্ঞান  ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো:পারভেজ অনিক, সাংস্কৃতিক সম্পাদক জামিল হোসেন খান, দপ্তর সম্পাদক মো:সাইদুল ইসলাম (শেখ রুমু ), যুব ও ক্রিড়া সম্পাদক মেহেদী হাসান ইমন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রাসেল শেখ, ছাত্র বিষয়ক সম্পাদক আহমেদ আল আমিন হৃদয়, কৃষি বিষয়ক সম্পাদক রাহাত আহমেদ আব্দুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক পার্থ দাশ,  শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল হক চাষী ।

[228159]

যুগ্ন আর্ন্তজাতিক সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, যুগ্ন অর্থ সম্পাদক জয়া সরকার, যুগ্ন সাংস্কৃতিক সম্পাদক শায়লা তাবাচ্ছুম মীম , যুগ্ন তথ্য ও গবেষনা সম্পাদক অমরঞ্জন মজুমদার, যুগ্ন আইন বিষয়ক সম্পাদক, এভভোকেট মুজিবুর রহমান, যুগ্ন মহিলা বিষয়ক সম্পাদক টিনা খান , যুগ্ন প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সালেহ আহমেদ, যুগ্ন যুব ও ক্রিড়া সম্পাদক অলিউর রহমান সুইন।

 কায্যনির্বাহী সদস্য, মো: শাহীন আলম সরকার (চট্টগ্রাম), মো: গোলাম ফারুক মজনু, লুতু সরকার (রংপুর) উজ্জল দাশ, মো: মনির হোসেন (নরসিংদী), মাহমুদুল হাসান সুজন মোল্লা (পটুয়াখালী), রফিক চৌধুরী, ডা: মো: আশরাফ আলী (রংপুর সদর), হায়দার আলী, মো: আলমগীর, মো: আব্দুল কাইয়ুম খান, সাজেদা ডুলু (গোপালগঞ্জ), মো: শাখাওয়াত (সিরাজগঞ্জ), মো: তারিক হোসেন (পঞ্চগড়), মো: শহীদ উল্লাহ  (নারায়নগঞ্জ), রনি রাজবংশী, নীহার চন্দ্র হাওলাদার, শাহিনুর ইসলাম (দিনাজপুর), শামান্তা শাহীন (চট্টগ্রাম), রওশন আরা (গোপালগঞ্জ), রাহাত খান, ঝর্না বিশ্বাস (গোপালগঞ্জ ), মো:শামীম হোসেন (নাটোর), মো: জসিম উদ্দিন, তোফায়েল ইসলাম মিলন (ফেনী), উম্মে সানজিদা সুলতানা, শাহিন খান, মামুন হাসান রুবেল (কুমিল্লা), সুকুমার দাশ বাচ্চু  (সাতক্ষিরা), আজরিন শরীফা, বিবি ফাতেমা, জান্নাতিন নাইম, তাজরিয়ান এহসান, জান্নাতিন তাজরি, সাজেদা আক্তার (নীলফামারী), এবি লিটন, লাভলী আক্তার নুপুর, সালেহা বেগম, মলয় নাথ (বিবাড়িয়া), জাহাঙ্গির আলম (কুমিল্লা),  মো: আজমল খান (টাঙ্গাইল), শেখ আলী আসলাম (বাগেরহাট), মুরশিদুর রহমান, সুমন মিয়া, লায়ন এস কে ময়নুল ইসলাম (কুষ্টিয়া), চাদনী আক্তার (ঢাকা),ইমরান খান, আব্দুল হাদি, সানাউল্লাহ (বি.বাড়িয়া) ।

এমটিআই