ঢাকা: ভারী বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) ছুটির দিন সন্ধ্যা থেকে তুমুল বৃষ্টি নামে রাজধানীতে। চলে এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বৃষ্টিপাতের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট, ঢাকা মেডিকেলের বহির্বিভাগ গেট, ফ্লাইওভারে ওঠার মুখে একুশে হলের গেটের সামনের সড়ক এখন পানির নিচে।
এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী, শাহবাগ, শান্তিনগর, মিরপুর, মতিঝিলসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিগলি পানির নিচে তলিয়ে গেছে।
এর আগে বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। তিনি বলেন, সাগরে আগামী ৪৮ ঘণ্টা লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে আগামী দু–তিন দিন বৃষ্টিপাত বাড়তে পারে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আইএ