কেরানীগঞ্জে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ১২:৩০ এএম

ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকার ‘ঘরোয়া খাবার হোটেলে’ এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে রামেরকান্দা বোর্ডিং এলাকায় নবাবগঞ্জগামী ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলের গ্যাস সিলিন্ডারে লাগলে বিস্ফোরণ হয়। এতে মুহূর্তেই দোকানে আগুন ধরে যায়।

[233756]

একপর্যায়ে ওই দোকানের আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় রিফাত জানান, মায়ের বিরিয়ানির পাশের একটি কাবাবের দোকানের সামনে রাখা সিলিন্ডারের সঙ্গে নবাবগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর মুহূর্তেই সেখানে আগুন ধরে যায়। এ সময় হোটেল কর্মচারীরা মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণ হওয়ার পর লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. কাজল বলেন, আগুনে এখন পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুন পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। দু’টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

[233755]

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান গণমাধ্যমকে জানান, সড়কের পাশে থাকা হোটেলের সিলিন্ডারের সাথে একটি কাভার্ডভ্যানের ধাক্কা লাগলে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় তিন জন নিহতের সংবাদ পাওয়া গেছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

 

এসএস