বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়কে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০২:৫৪ পিএম

ঢাকা: সরকারি তিতুমীর কলেজকে অধিভুক্তির বেড়াজাল থেকে মুক্তি ও তিতুমীর বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করছে সরকারি তিতুমীর কলেজের তিতুমীর ঐক্য নামে একটি সংগঠন।

বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে তিতুমীর ঐক্য আয়োজিত কর্মসূচিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা সরকারি তিতুমীর কলেজের সামনে থেকে মহাখালী আমতলিতে গিয়ে অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীরা সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় এবং মিছিল থেকে তাদের ভিসিকে অপসারণের দাবিতে স্লোগানও শোনা যায়।

এদিকে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে মহাখালীতে যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মিছিল থেকে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশকেও সতর্ক অবস্থানে দেখা গেছে।

সরকারি তিতুমীর কলেজের তিতুমীর ঐক্যের উপদেষ্টা প্যানেলের সদস্য মোশাররফ হোসেন রাব্বি সাংবাদিকদের বলেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজকে আমরা এ বিক্ষোভ মিছিল করছি। আমরাই ইতোমধ্যে চারটি স্মারকলিপি দিয়েছিলাম। মন্ত্রণালয় থেকে এর কোনো জবাব না আসায়, আজকে আমরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করছি।

অবস্থান কর্মসূচির বিষয়ে শিক্ষার্থীরা বলেন, জনদুর্ভোগ কমিয়ে যতটুকু সম্ভব আমরা এ অবস্থান কর্মসূচি পালন করব।

আইএ