সেন্ট গ্রেগোরি হাই স্কুল এ্যান্ড কলেজে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৮:২৪ পিএম

ঢাকা: সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজে রোববার (২৪ নভেম্বর) বিকেলে সন্ত্রাসী কায়দায় হামলা, ভাঙচুর, লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ৩০/৩৫ জন দুর্বৃত্ত নিরাপত্তাকর্মী নাজমুল হক ও সুমন গোমেজকে ব্যাপক মারধর করে। 

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক শিক্ষার্থী চিকিৎসারত অবস্থায় নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীবাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার সুযোগে কিছু উশৃঙ্খল যুবক বিকেল ৫টার সময় সেন্ট গ্রেগরী হাই স্কুল এ্যান্ড কলেজের নিরাপত্তা বেষ্টনী টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় বাধা দিতে গেলে তারা প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী নাজমুল হক ও সুমনকে পিটিয়ে গুরুতর আহত করে। 

[238079]

এরপর ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্ট করে। দুপুর ২টার মধ্যে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় এসময় প্রতিষ্ঠানের স্বল্প সংখ্যক কর্মচারি, অফিস স্টাফ ও ব্রাদারগণ অবস্থান করছিলেন। 

অতর্কিত এই সন্ত্রাসী হামলায় তারা সকলে আতঙ্কিত হয়ে পড়ে। এসময় সন্ত্রাসীরা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়ে দ্রুত সময়ের মধ্যে স্থান ত্যাগ করে। এসময় তারা সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে এবং কাগজপত্রে অগ্নি সংযোগের চেষ্টা করে।

পরে সন্ধ্যা ৭ টার দিকে সেনাবাহিনীর একটি দল ও সূত্রাপুর থানার পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস প্রদান করে।  

এআর