মগবাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৭:১৩ পিএম
ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে বেশ কয়েকটি গাড়ি। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু বলতে না পারলেও এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানিয়েছেন, সিগন্যালের কারণে ক্রসিংয়ে আটকে পড়ে একাধিক গাড়ি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানতে পারিনি।  

[238633]

আর ঢাকার রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, কিছুক্ষণ আগে আমাদের কন্ট্রোল রুম তথ্য পেয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

এক প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যায় তেজগাঁওয়ের দিক থেকে কমলাপুরগামী একটি ট্রেন রেললাইনে আটকে পড়া একাধিক গাড়িকে দুমড়ে-মুচড়ে চলে গেছে। এর মধ্যে একটি হাইয়েস, একটি প্রাইভেটকার, একটি অটো এবং একটি মোটরবাইক রয়েছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

আইএ