মহাখালীর আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৬:০২ পিএম

ঢাকা: রাজধানীর মহাখালীতে একটি দোতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, রাজধানী মহাখালীর সাততলা বস্তির পেছনে দোতলা একটি ভবনে লাগা আগুন ৪টা ৪৯ মিনিটে নির্বাপণ হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এ ছাড়া কারো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

[240612]

তিনি আরও বলেন, এর আগে বিকেল ৪টায় ফায়ার সার্ভিসের কাছে সংবাদ আসে রাজধানী মহাখালীর সাততলা বস্তির পেছনে দোতলা একটি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

আইএ