ঢাকা: কর্পোরেট সেক্টরে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে উপযুক্ত নাগরিক তৈরির লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইইউ) এবং এইচবি এসোসিয়েটসের মধ্যে যৌথ মেমোরেন্ডাম অব আন্ডারসট্যান্ডিং (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ বিষয়ে এইচবি এসোসিয়েটসের ফাউন্ডার এন্ড সিইও মো. বাহাউদ্দীন সেবক বলেন, এখানে একতাবদ্ধ হয়ে কিছু স্বেচ্ছাসেবী চ্যালেঞ্জ এবং আত্নবিশ্বাস নিয়ে কাজ করে যাচ্ছে। যাতে করে একজন আরেকজনের পাশে থেকে নিজেদের মেধা ও জ্ঞান ভাগাভাগি করে রিজিকের উত্তম পথ অনুসন্ধান করতে পারে।
তিনি বলেন, এইচবি এসোসিয়েটসে প্রফেশনাল ট্রেইনিং অন প্র্যাক্টিক্যাল একাউন্টিং কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের একাডেমিক নলেজের সাথে প্রফেশনাল নলেজ কম্বাইন্ড করে প্র্যা্ক্টিক্যাল ডাটা দিয়ে শেখানোর মাধ্যমে চাকরির জন্য প্রস্তুত করা হয়।
১২টি সেশন এর মাধ্যমে এখানে একটি লিমিটেড কোম্পানির লিগ্যাল ডকুমেন্টস থেকে শুরু করে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, বিভিন্ন ধরনের মূসক চালান, ব্যাংক রিকনসিলিয়েশন, ভ্যাট, ট্যাক্স, ট্যালি সফটওয়্যার ইত্যাদি বিষয়সমূহ রিয়েল ডাটার মাধ্যমে প্র্যাক্টিক্যালি প্রশিক্ষণ দেয়া হয়।
এছাড়াও রয়েছে সফট স্কিল সম্পর্কিত ২টি সেশন। যেখানে প্রশিক্ষণার্থীগণ কর্পোরেট বিহেভিয়ার এবং মিটিং এন্ড গ্রিটিংস সম্পর্কে জানতে পারেন।
এখানেই শেষ নয়। পরবর্তী পর্যায়ে এইচবি এসোসিয়েটস তার ডেডিকেটেড আরএমদের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ফরএভার গাইড করে, বিভিন্ন কনসালট্যান্সি ফার্মে শর্ট টাইম ইন্টার্নি করার ব্যবস্থা করে দেয়। এভাবেই তাদের জবের জন্য রেডি করা হয়।
পাশাপাশি ইন্টারভিউ বোর্ডে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য সঠিক দিকনির্দেশনা দেওয়া হয়। জব হওয়ার পরেও যে কেউ যে কোনো সমস্যার সম্মুখীন হলে এইচবি এসোসিয়েটস এর শরণাপন্ন হলে তাদের উপযুক্ত সমাধান দিয়ে পাশে থাকার জন্য এইচবি এসোসিয়েটস প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরো যোগ করেন, আলহামদুলিল্লাহ এইচবি এসোসিয়েটস এযাবৎ ১৫টি সেশন সফলভাবে সম্পন্ন করেছে, যেখানে অংশ নেয়া ৩৫০ জন ট্রেনিং প্রাপ্তদের মধ্যে ১০০ জনের রিজিকের উসিলা হতে পেরে শুকরিয়া জানাই মহান রবের প্রতি। বর্তমানে ১৬তম ব্যাচ ইউসিএসআই ইউনিভার্সিটি বনানী ক্যাম্পাসে, এবং ১৭তম ব্যাচ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পারমানেন্ট ক্যাম্পাসে চলমান আছে।
এমওইউ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এইচবি এসোসিয়েটস এর এই কোর্সটিকে ইন্টারনালি প্রমোট করবে, কোর্স সম্পন্ন করার পরে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করবে এবং ইউনিভার্সিটির অন্যান্য প্রোগ্রাম বা কোর্সের ক্ষেত্রে এইচবি এসোসিয়েটসের ট্রেইনিদের বিশেষ ডিসকাউন্টসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে সহযোগিতা করবে।
অপরদিকে এইচবি এসোসিয়েটস তার প্রফেশনাল ট্রেইনিং অন প্র্যাক্টিক্যাল একাউন্টিং কোর্সটি করার ক্ষেত্রে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের বিশেষ ফ্যাসিলিটি প্রদান করবে এবং ইউনিভার্সিটির অন্যান্য প্রোগ্রাম বা একাডেমিক কোর্স প্রমোট করার বিষয়ে সহযোগিতা করবে।
'এসো হাতে হাত ধরি, দক্ষ ও কর্মঠ জনবল গড়ি' স্লোগানকে সামনে রেখে দক্ষ জনশক্তি তৈরিতে এইচ বি এসোসিয়েটস এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবার যৌথভাবে কাজ করে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশ ও জাতির জন্য ইনশাআল্লাহ ভালো কিছু উপহার দিবে বলে আশা করছি।
এমওইউ স্বাক্ষরকালীন উপস্থিত ছিলেন, ইইউর ভিসি প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া, আই বি ই আর এর ডিরেক্টর প্রফেসর ড. মো. কামরুজ্জামান, রেজিস্ট্রার ড. মো. জুলফিকুর রহমান প্রমুখ।
এইচবি এসোসিয়েটের পক্ষে উপস্থিত ছিলেন, এসোসিয়েটসের ফাউন্ডার এন্ড সিইও মো. বাহাউদ্দীন সেবক। আরও উপস্থিত ছিলেন, চিফ একাডেমিক এডভাইজর মোহাম্মদ জুনায়েদুল মুনির, প্রফেশনাল এডভাইজর জাফরান চৌধুরী, কর্পোরেট এডভাইজর মোহাম্মদ লুতফর রহমান, ডিরেক্টর মোহাম্মদ হাবিবুল্লাহসহ আরও অনেকে।
এআর