ঢাকা: হজযাত্রীদের হজ মৌসুম শুরুর ১০ দিন আগেই করোনাভাইরাসের টিকা নেয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বুধবার (২৬ এপ্রিল) এ তথ্য জানায়।
এর আগে এক টুইটার ব্যবহারকারী জানতে চান যে, হজে যেতে হলে করোনার তৃতীয় ডোজ টিকা নিতে হবে কি না।
এর জবাবে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের প্রয়োজনীয় সব টিকা নিতে হবে। হজ মৌসুম শুরুর ১০ দিন আগে হজযাত্রীদের করোনা টিকা নেয়া সম্পন্ন করতে হবে। আগামী ৫ মে থেকে হজের আবেদন গ্রহণ শুরু করা হবে।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
সোনালীনিউজ/আইএ