ইজতেমায় শতাধিক যৌতুকবিহীন বিয়ে আজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০১:০৩ পিএম

ঢাকা : বিশ্ব ইজতেমার ময়দানে শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আছর শতাধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। আর এই বিয়ে পড়াবেন ভারতের মাওলানা জুহাইরুল হাছান। এই যৌতুকবিহীন বিয়ে ইজতেমার একটি বিশেষ অলঙ্কার। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ‌্য নিশ্চিত করেন।

জানা যায়, শতাধিক যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবছর ৮০ থেকে ১৩০ যুগল পর্যন্ত যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে।

[216785]

আজ শনিবার বাদ ফজর বয়ান করেন মুম্বাইয়ের মাওলানা আব্দুর রহমান হাফিঃ। বাদ জোহর মাওলানা ইসমাইল হাফিঃ (গোধরা), বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাছান হাফিঃ, বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা হাফিঃ বয়ান করবেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চার‌দিন বির‌তির পর ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব।

এমটিআই