ঢাকা : শুরু হয়েছে হিজরী নববর্ষের সপ্তম মাস রজব। মুসলিম বিশ্বের জন্য এই মাসটি রমজান মাসের আগমনী বার্তা নিয়ে আসে। এই মাস শুরুর দুই মাস পরেই শুরু হয় রমজান মাস। রজব ও রমজানের মাঝে থাকে একটি মাস। সে মাসটি হলো শাবান। সেদিন বিবেচনায় রমজান মাসের আর মাত্র দুই বা এর থেকেও কম সময় রয়েছে।
রাসূল সা. রজব মাস থেকেই রমজান মাসকে স্মরণ করতেন এবং এ মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে শুরু করতেন। রজব মাস থেকেই তিনি রমজানের বরকত লাভের জন্য আল্লাহ তায়ালা কাছে দোয়া করতেন। দোয়ার মাধ্যমে প্রার্থনা করতেন রজব মাসে আল্লাহ তায়ালার যত বরকত রয়েছে তা যেন তিনি লাভ করতে পারেন এবং রমজান মাস পর্যন্ত জীবন লাভ করতে পারেন।
[240930]
হিজরি বর্ষের অন্যান্য মাসের মধ্যে রজব মাস অতীব সম্মানিত ও মর্যাদাবান, তাৎপর্যবহ ও বরকতময়। আল্লাহতায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘নিশ্চয় আসমান ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই মহান আল্লাহর বিধান ও গণনায় মাসের সংখ্যা বারোটি। এর মধ্যে চারটি হচ্ছে (যুদ্ধ-বিগ্রহের জন্য নিষিদ্ধ) সম্মানিত। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না।’ (সুরা তাওবা, আয়াত : ৩৬)
এছাড়াও এই মাসে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ মেরাজের ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়। এই মাসটি বিশেষ তাৎপর্যমণ্ডিত। এই মাসের বিশেষ দোয়া, আইয়ামে বিজ ও সাপ্তাহিক দুই দিনের রোজা প্রতি গুরুত্ব দেওয়া জরুরি।
এমটিআই