ঢাকা : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হচ্ছে মাওলানা সা’দ অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির উদ্দেশে চলে কোরআন-হাদিসের আলোকে বয়ান। বিশেষ করে ইজতেমার প্রথম দিন পবিত্র শবেবরাত হওয়ায় ইজতেমা ময়দানের মুসল্লিরা সারা রাত জেগে ইবাদত-বন্দেগিতে কাটিয়েছেন।
[244026]
টঙ্গীর ইজতেমা ময়দান এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আখেরি মোনাজাতে শরিক হতে দলে দলে আসছেন মুসল্লিরা। আজ মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকবে।
ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, রোববার বাদ ফজর বয়ান করেন দিল্লির মাওলানা মোরসালিন। বাংলায় তরজমা করেন মুফতি আজিম উদ্দিন। সকাল সাড়ে ৯টায় শুরু হবে হেদায়াতি বয়ান। বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ।
ময়দানে ৮৫টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলীগ বিষয়ে মুরুব্বিদের দিক নির্দেশনা শুনছেন দেশ-বিদেশের লাখো মুসুল্লি।
[244019]
এদিকে, আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ৮টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা—এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।
আখেরি মোনাজাত শেষে তাবলীগের দাওয়াতি কাজে বের হবেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসুল্লিরা। আর এই ধাপের মাধ্যমে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা।
এমটিআই