ঢাকা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। প্রধানমন্ত্রী বিগত দুই বছরে বিশ্বের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি করোনাকালে গত দুই বছরে মন্ত্রিসভা, একনেক, রাজনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ১ হাজার ৬০০টি ডিজিটাল বৈঠকে উপস্থিত থেকেছেন। যা বিশ্ব রেকর্ড।
মঙ্গলবার (৭ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার ফলে সঠিক সমন্বয়ের কারণে করোনা মোকাবিলায় আমরা বিশ্বের ৫ম স্থানে আছি। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন না করা হলে করোনাকালে কোনো কার্যক্রম চালানো সম্ভব হতো না।
তিনি আরও বলেন, দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতি হওয়ায় করোনাকালে টেলিমেডিসিন সেবা ও খাদ্য সহায়তা দেওয়া সহজ হয়েছে এবং মহামারিকালেও শিক্ষা, স্বাস্থ্য প্রশাসনিক, বাণিজ্যিক ও বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
সোনালীনিউজ/এমএএইচ