ঢাকা: বহনযোগ্য যন্ত্র ল্যাপটপ কম্পিউটার আসার পর যেকোনো স্থান থেকে কম্পিউটারে কাজ করার বিষয়টি সহজ হয়ে যায়। তবে ল্যাপ বা কোলে রাখার ধারণা থেকে ল্যাপটপের নামকরণ হলেও কোলে রেখে কাজ করলে বিপদ ডেকে আনতে পারে যন্ত্রটি। কোলে রেখে কাজ করলে মানুষের শরীরে প্রভাব ফেলার পাশাপাশি যন্ত্রেরও ক্ষতি হয়।
ল্যাপটপ কোলে রেখে কাজ করলে ঘাড়ব্যথা ও মেরুদণ্ডের ব্যথা বা ব্যাকপেইনের পাশাপাশি আরও নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা তৈরি হতে পারে। দীর্ঘ সময় ধরে ল্যাপটপ কোলে রেখে কাজ করলে ‘টোস্টেড স্কিন সিনড্রোম’ হতে পারে।
যার ফলে ত্বকে বাজে ধরনের ফুসকুড়ি হয়। বলা হয় কোলে রেখে কাজ করলে ল্যাপটপ থেকে তৈরি তাপের ফলে টেস্টিকুলার ক্যানসার হওয়ার শঙ্কা থাকে। যদিও ল্যাপটপের তাপের সঙ্গে এ ধরনের স্বাস্থ্যগত সমস্যার কোনো গবেষণাভিত্তিক প্রমাণ নেই।
[204384]
মানুষের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা ছাড়াও ল্যাপটপ কোলে রেখে কাজ করলে যন্ত্রটিরও ক্ষতির ঝুঁকি থাকে। ল্যাপটপে ছোট ছোট কিছু ফ্যান থাকে। যেগুলো খুবই দ্রুত চলে এবং বাতাস চলাচলে সাহায্য করে অভ্যন্তরীণ যন্ত্রগুলোকে ঠান্ডা রাখে। কিন্তু কোলে রেখে ল্যাপটপে কাজ করলে এসব ফ্যান চালু হতে সমস্যা হয়। এমনকি প্রয়োজনীয় বাতাস চলাচলে বাধাগ্রস্ত হয়।
ফলে অনেক সময় ধরে ব্যবহারে ল্যাপটপ গরম হয়ে যায়। ধারাবাহিকভাবে কোলে রেখে ল্যাপটপে কাজ করলে অনেক যন্ত্রাংশের ক্ষতি হতে পারে। শুধু তা-ই নয়, ব্যাটারির স্থায়িত্বও কমে আসতে পারে।
এলজির তথ্যপ্রযুক্তি পণ্য বিশেষজ্ঞ থমাস এপস বলেন, ল্যাপটপ নাম হলেও যন্ত্রটি নরম জায়গায় রেখে কাজ করলে ব্যাটারির ক্ষতি হয়। ল্যাপটপ বসানোর জায়গা নরম হলে তা বাতাস চলাচলের ফোকরগুলোকে ঢেকে রাখে। ফলে ল্যাপটপের ফ্যান সঠিকভাবে চলতে পারে না। এতে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে ব্যাটারির ক্ষতি করে।
এসব সমস্যা সমাধানে ল্যাপটপ ডেস্ক বা টেবিলের সমতল জায়গায় বসিয়ে উঁচু স্থানে রেখে কাজ করতে হবে। ফলে প্রয়োজনীয় বাতাস চলাচলে সমস্যা হবে না। এ ছাড়া ল্যাপটপের জন্য কুলিং প্যাডও ব্যবহার করা যেতে পারে।
এআর