জিমেইলে একাধিক অপ্রয়োজনীয় ই-মেইল মুছে ফেলবেন যেভাবে

  • বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০৯:২৪ পিএম

ঢাকা: গুগল অ্যাকাউন্টে বিনা মূল্য ১৫ গিগাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণ করা যায়। তাই জিমেইলে অপ্রয়োজনীয় ই-মেইলের সংখ্যা বেশি হলে গুগল অ্যাকাউন্টের তথ্য ধারণক্ষমতাও কমে যায়। 

সমস্যা সমাধানে অনেকেই জিমেইল থেকে অপ্রয়োজনীয় ই-মেইলগুলো মুছে ফেলেন। কিন্তু ইনবক্সে থাকা অসংখ্য ই-মেইল আলাদাভাবে মুছে ফেলতে অনেক সময় প্রয়োজন হয়। তবে চাইলেই জিমেইলে একসঙ্গে অনেক ই-মেইল মুছে ফেলা সম্ভব।

নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলগুলো একসঙ্গে মুছে ফেলার জন্য কম্পিউটার থেকে জিমেইলের সার্চ বক্সে ক্লিক করে নির্দিষ্ট ই-মেইল ঠিকানা লিখতে হবে। 

[210835]

এরপর রিফ্রেশ বাটনের পাশে থাকা চেক বক্সে ক্লিক করে অল বাটন সিলেক্ট অপশন নির্বাচন করতে হবে। এবার ডিলিট বাটনে ক্লিক করলেই সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো ৫০টি ই-মেইল একসঙ্গে মুছে যাবে। ই-মেইলের সংখ্যা বেশি থাকলে আবারও ডিলিট বাটনে ক্লিক করতে হবে।

পুরোনো ই-মেইল একসঙ্গে মুছে ফেলতে জিমেইলে প্রবেশ করে ওপরে থাকা সার্চ বক্সে ইংরেজিতে Before: লিখে প্রথমে বছর এরপর মাস এবং শেষে নির্দিষ্ট দিন উল্লেখ করতে হবে। অর্থাৎ ২০২৩ সালের ১ অক্টোবরের আগের ই–মেইল মুছে ফেলতে Before: 2023/10/01 লিখতে হবে।

এবার এন্টার বাটনে ক্লিক করলেই জিমেইলের ইনবক্সে শুধু ১ অক্টোবরের আগের ই-মেইলগুলো দেখা যাবে। এবার ওপরে থাকা চেক বক্স থেকে ই-মেইলগুলো নির্বাচন করে ডিলিট বাটনে ক্লিক করলেই পুরোনো সব ই-মেইল মুছে যাবে।

এআর