ঢাকা : বর্তমানে সারা বিশ্বে বহুল আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার যে জোয়ার এসেছে, তাতে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে অ্যাপল।
স্যামসাং ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান তাদের স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা যুক্ত করলেও অ্যাপল তেমনটি করেনি।
তবে দেরীতে হলেও এবার এআই এর তালিকায় নাম লেখাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের মোবাইল ও অন্যান্য যন্ত্রে জেনারেটিভ এআই সুবিধা যুক্ত করতে জেমিনি ব্যবহার করতে চায় প্রতিষ্ঠানটি এবং এর জন্য গুগলের সাথেও আলোচনা চলছে।
[219835]
সোমবার অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইফোনে জেমিনির এআই সফটওয়্যার তৈরি করতে গুগলের সাথে আলোচনা করছে অ্যাপল। ইতিমধ্যে এআই মডেলের উপর ভিত্তি করে আসন্ন অপারেটিং সিস্টেম আইওএস ১৮-এ অনেক এআই বৈশিষ্ট্য আনার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি।
[219834]
গত মাসেই অ্যাপলের সিইও টিম কুক তার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তার কোম্পানি এই বছরের শেষে জেনারেটিভ এআই বৈশিষ্ট্যটি চালু করবে। এরই পরিপ্রেক্ষিতে আইওএস ১৮ থেকেই ব্যবহারকারীরা আইফোন-আইপ্যাডসহ সব যন্ত্রে এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন।
এমটিআই