ঢাকা: গ্রাহকদের জন্য দুদিন ইন্টারনেট ফ্রি করে দিয়েছে গ্রামীণফোন।শুক্রবার (৯ আগস্ট) ভেরিফাইড ফেসবুক পেজে গ্রামীণফোন জানায়, এ শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি।
ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এতে কোন রিচার্জ লাগবে না। শুধুমাত্র ৯-১০ আগস্টের জন্য প্রযোজ্য।
অপারেটর থেকে জানা গেছে, এ সময়ে ডাউনলোডসহ ইন্টারনেটের সব কার্যক্রম ফ্রিতে করতে পারবেন গ্রাহক।
আইএ