অবশেষে মহাকাশে গেল ভেগা-সি রকেট

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০১:৪৯ পিএম

ঢাকা: ফ্রান্সের মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ভেগা-সি রকেটের সফল উৎক্ষেপণ হয়েছে। মহাকাশে পৌঁছে ইউরোপীয় ইউনিয়নের নতুন উপগ্রহ প্রতিস্থাপন করবে এই রকেট।

ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস মহাকাশ গবেষণা কেন্দ্রের এই উপগ্রহটির নাম সেনটিনেল ১-সি। দীর্ঘদিন ধরে এই স্যাটেলাইট কী কাজ করবে, তা নিয়ে গবেষণার কাজ চলেছে। বস্তুত, ভেগা-সি রকেটটি মহাকাশে পাঠানো নিয়েও দীর্ঘদিন ধরে গবেষণা হয়েছে। প্রথমবার পাঠানোর চেষ্টা বিফল হওয়ার পর প্রায় দুই বছর এই উৎক্ষেপণ বন্ধ ছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার তা সফল হলো।

পৃথিবীর পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করবে নতুন এই উপগ্রহ। মহাকাশ থেকে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের ছবি তুলবে এই উপগ্রহ। যেখান থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন গবেষকেরা।

[239042]

ভেগা সি-রকেট বিজ্ঞানের বাজারে একটি বিশেষ নাম। হালকা উপগ্রহ মহাকাশে নিয়ে যাওয়ার কাজ দীর্ঘদিন ধরে করছে এই ধরনের রকেট। ২০১২ সালে প্রথম ভেগা রকেট মহাকাশে যায়। তারপর একাধিক ভেগা রকেটের মাধ্যমে মহাকাশে উপগ্রহ পাঠানো হয়েছে। তবে দুই বছর আগে এই রকেট ঠিক মতো উৎক্ষেপণ করা যায়নি।

ইউরোপীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের বক্তব্য, ভেগা-সি দুই টনেরও বেশি জিনিস নিয়ে মহাকাশে যেতে সক্ষম। যে উপগ্রহটি সে এবার নিয়ে গেছে, তার ওজন ৮০০ কিলোগ্রাম। অর্থাৎ, আরও বেশি জিনিস এই রকেটটি মহাকাশে নিয়ে যেতে পারতো। মহাকাশে পৌঁছে পৃথিবীর কক্ষপথে বিভিন্ন অরবিটে এই রকেট স্যাটেলাইট প্রতিস্থাপন করতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

[238570]

আইএ