নির্বাচন ঘিরে রাজনীতিতে জোটের হিসাব-নিকাশ

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ০২:৪৪ পিএম

ঢাকা : ২০২৪ সালের জানুয়ারি মাস নাগাদ বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচনের ব্যাপারে ক্ষমতাসীন আওয়ামী লীগ বদ্ধপরিকর হলেও বিরোধীদলগুলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইছে।নির্বাচন সামনে রেখে রাজনৈতিক জোটগুলোর হিসাব-নিকাশও এর মধ্যেই শুরু হয়ে গেছে।

বাংলাদেশের রাজনীতিতে জোটের রাজনীতির সূচনা হয়েছিল ১৯৮০ সালের গোঁড়ার দিকে। এরশাদবিরোধী আন্দোলনে তিনটি রাজনৈতিক দল একত্রে জোট করে আন্দোলন করেছিল। এরপর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে বিএনপি আর ১৯৯৬ সালে জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। কিন্তু জোট রাজনীতির সবচেয়ে বড় প্রভাব দেখা গিয়েছিল ২০০১ সালের নির্বাচনে। সেই বছর জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করে বিপুল আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার। সেই মন্ত্রিসভায় জামায়াতের নেতারাও স্থান পেয়েছিলেন।

পরবর্তীতে বিএনপির সরকারের বিরোধী আন্দোলন করতে গিয়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে প্রথমে ১৪ দলীয় জোট, পরবর্তীতে মহাজোট গঠন করে আওয়ামী লীগ। এই ব্যানারে ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ যে সরকার গঠন করেছিল, তাতে জায়গা পেয়েছিল জাসদ, ওয়ার্কার্স পার্টি এবং সাম্যবাদী দলের নেতারাও।

[206151]

সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময়েও শরীক দলগুলোকে নিয়ে মহাজোটের ব্যানারে নির্বাচন করেছে আওয়ামী লীগ। অন্যদিকে ২০ দলীয় জোটে থাকলেও গণফোরামসহ কয়েকটি দল সঙ্গে নিয়ে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে জোটবদ্ধভাবে অংশ নিয়েছিল বিএনপি।

এখন আবার ২০২৪ সালের জাতীয় নির্বাচন ঘিরে জোটের রাজনীতি সক্রিয় হয়ে উঠেছে।একদিকে আওয়ামী লীগ এবং তাদের শরীক দলগুলো একসঙ্গে নির্বাচন করা এবং সরকার গঠনের বিষয়ে আলোচনা করছে। অন্যদিকে বিরোধীদলগুলো যৌথভাবে আন্দোলনের মাধ্যমে তাদের দাবি অর্জন করার ওপরে গুরুত্ব দিচ্ছে। বিএনপির পক্ষ থেকে সরাসরি না বললেও তাদের সাথে থাকা জোটগুলোর শরীকরা ইঙ্গিত দিচ্ছে সরকার গঠনেও এসব দলের ভূমিকা থাকতে পারে।

বহুদিন অনেকটা নিষ্ক্রিয় থাকার পর এ বছরের মাঝামাঝি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের তৎপরতা আবার শুরু হয়েছে। নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ, বিরোধী দলগুলোর আন্দোলনের প্রেক্ষাপটে আবার জোটকে চাঙ্গা করে তোলার নীতি নিয়েছে দলটি। প্রায় ১৬ মাস পর গত জুলাই মাসে ১৪ দলীয় জোটের শরীকদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

[206150]

আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, নির্বাচনের এখনো চার মাসের বেশি বাকি আছে। আমাদের সভানেত্রী তার বক্তব্যে বলেছেন, আমরা আগের মতো করেই এবারো নির্বাচন করবো। ১৪ দলের যারা ছিল, তারা সেভাবেই থাকবে। তার মানে তো পরিষ্কার, আগের নির্বাচনে যেমন আমরা জোটবদ্ধভাবে অংশ নিয়েছি, এবারো তাই নেয়া হবে। তবে তিনি বলছেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। পরিস্থিতি যদি ভিন্ন কিছু হয়, তখন সেই অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে রয়েছে সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), গণতন্ত্রী পার্টি, ন্যাপ, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ, তরিকত ফেডারেশন এবং জেপি।

জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের (একাংশ) সভাপতি হাসানুল হক ইনু বলছেন, গত ছয় মাসে জোটের কর্মকাণ্ড যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। জোটের তরফ থেকে আমরা সাভারে, ঢাকায়, বিভিন্ন জায়গায় সমাবেশ করেছি। প্রায় দেড় মাস আগে প্রধানমন্ত্রীর সঙ্গে জোটের দলের নেতাদের দীর্ঘক্ষণ বৈঠকে মিলিত হয়েছি, তিনি বলেছেন ১৪ দলীয় জোটের ভিত্তিতেই নির্বাচন করবেন। সেই অনুযায়ী শরিকরা প্রস্তুতি নিতে শুরু করেছেন । ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু সাহেব সবার সঙ্গে আলোচনা শুরু করেছেন যে কীভাবে নির্বাচনটা করবেন।

[206121]

অন্যদিকে এই সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না জানিয়ে আন্দোলন জোরদার করার নীতি নিয়েছে বিএনপি। তারা জোটবদ্ধভাবে আন্দোলন না করলেও যুগপৎ বা একই লক্ষ্যে আন্দোলন করার নীতি নিয়েছে। বহু বছর ২০ দলীয় জোটের ব্যানারে থাকলেও গত বছরের ডিসেম্বরে অনেকটা হঠাৎ করেই সেই জোট ভেঙ্গে দিয়ে এককভাবে চলার ঘোষণা দেয় বিএনপি। তবে যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে তারা গণতন্ত্র মঞ্চের মতো একাধিক প্লাটফর্ম বা রাজনৈতিক জোটের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে।

বিশ দলীয় জোটের সেই দলগুলো মিলে ১২ দলীয় জোট গঠনের ঘোষণা দেয়। আলাদা হলেও তাদের কর্মসূচিগুলোও বিএনপির সাথে মিলিয়ে দেয়া হচ্ছে, যাকে বলা হচ্ছে যুগপৎ আন্দোলন। এদের মধ্যে আছে জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি,বাংলাদেশ জাতীয় দল, এনডিপি, এলডিপির (একাংশ), বাংলাদেশ মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ ইসলামিক পার্টি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলছেন, এখন তারা যৌথভাবে আন্দোলন জোরদার করা এবং সফল করার ওপরেই গুরুত্ব দিচ্ছেন। নির্বাচন হলে সেখানে কীভাবে যাওয়া হবে বা সরকার গঠনে কার কি ভূমিকা থাকবে, সেসব বিষয় এখন আলোচনায় নেই।

তিনি বলেন, এখন আমাদের যুগপৎ আন্দোলনের একটাই লক্ষ্য, এই সরকারের পতন। এর বাইরে আর কিছু ভাবছি না। আমাদের আন্দোলন সফল হলে নির্বাচনে জোটবদ্ধভাবে যাওয়া হবে নাকি আলাদাভাবে, এখনো সে বিষয়ে কোন ফয়সালা হয়নি। তবে আমাদের ১০ দফা এবং রাষ্ট্র সংস্কারে যেসব দফা দিয়েছি, তার ভিত্তিতে যুগপৎ আন্দোলনে সবাই একমত। আমাদের আন্দোলন সফল হওয়ার পর তখনকার পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে।

[206128]

আলাদাভাবে যুগপৎ আন্দোলন করলেও সমমনা দলগুলোর সঙ্গে বিএনপি নেতাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং আরও নতুন মোর্চা গঠনের উদ্যোগও নেয়া হয়েছে।বিএনপির সঙ্গে যেসব দল যুগপৎ আন্দোলনে রয়েছে, তারা জানিয়েছেন, সরাসরি আলোচনা না হলেও নির্বাচনে যাওয়া বা সরকার গঠনেও তারা একসাথে থাকবেন বলে আশা করছেন।

যুগপৎ আন্দোলনে থাকা একটি দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিবিসি বাংলাকে বলেন, যুগপৎ আন্দোলনের সাথে আমরা যারা আছি, তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবো না, এটা পরিষ্কার। নির্দলীয় সরকার যদি হয়, তখন কি হবে বলা মুশকিল। কারণ এখন তো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ক্ষমতাসীনদের লক্ষ্য করে, তাদের পদত্যাগের দাবিতে। তারা যদি (ক্ষমতায়) না থাকে, তখন তো আর যুগপৎ আন্দোলন থাকবে না। তখন কী হবে, নির্বাচনে জোটবদ্ধভাবে যাবো নাকি আলাদাভাবে, সেসব বিষয়ে এখনো কোন আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।

তবে যুগপৎ আন্দোলনে থাকা একাধিক নেতা জানিয়েছেন, বিএনপির সঙ্গে মিলে তারা আলাদা আলাদাভাবে হলেও একই লক্ষ্যে আন্দোলন করছেন। সেই আন্দোলন আরও জোরদার করে তোলার জন্য ছাত্র-শ্রমিক পেশাজীবীদের নিয়ে পৃথক একটি মোর্চা গঠনের উদ্যোগও নেয়া হয়েছে।

এদিকে, ২০০১ সালের নির্বাচনে বিএনপি জামায়াতে ইসলামীর সঙ্গে যৌথভাবে নির্বাচন করে সরকার গঠন করলেও দলটি এখন নিবন্ধিত নয়। যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড বা কারাদণ্ড হওয়ায় দলটি চাপে থাকলেও এই বছর তাদের আবার সক্রিয় হয়ে উঠতে দেখা গেছে। কিন্তু প্রকাশ্যে তাদের সাথে খানিকটা দূরত্ব বজায় রাখছে বিএনপি।

[206132]

বামপন্থী দলগুলোর সমন্বয়ে আগেই বাম গণতান্ত্রিক মোর্চা ছিল। এই বছরের জানুয়ারিতে নতুন একটি ‘ফ্যাসিবাদবিরোধী’ বাম মোর্চা গঠন করা হয়েছে। নির্বাচন সামনে রেখে ছোট ছোট দল বা নাম সর্বস্ব দলগুলোর সমন্বয়েও একাধিক জোট গঠনের ঘোষণা দেয়া হচ্ছে। এর মধ্যে কোন কোনটির নিবন্ধন আছে, কোনটির নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক ড. গোবিন্দ চক্রবর্ত্তী বলেন, ’৯১ সালে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের পর থেকে জোট রাজনীতি নির্বাচনী পরিবেশের একটা বড় অনুষঙ্গ। প্রতি নির্বাচনের আগে দেখা গেছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতাদর্শের ভিত্তিতে বড় দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখে অথবা বড় দলগুলো তাদের সুবিধা অনুযায়ী ছোট দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখে।

তিনি বলেন, সাধারণত নির্বাচনের শেষ বছরেই এটা দেখা যায়। এবার নির্বাচন নিয়ে নানারকম চাপ আছে। অভ্যন্তরীণ বা বাইরের চাপ আছে। সেই চাপ যতো বাড়ছে, তার সাথে প্রধান দুইটি দল বেশি করে দেখানোর চেষ্টা করছে যে, তাদের সাথে অনেক বেশি দলের সমর্থন আছে। এখানে সংখ্যা দেখানোর একটা ব্যাপার আছে যে আমার সাথে বেশি দল আছে। সূত্র : বিবিসি

এমটিআই