ঢাকা : বঙ্গবন্ধু কাপের প্রথম ম্যাচেই হতাশ করলেন আশরাফুল। নিষেধাজ্ঞামুক্ত হওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ, ন্যাশনাল ক্রিকেট লিগ কিংবা বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেললেও, সেখানে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত বলেননি।
তবে এবারের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে সে কথাই বলেছিলেন আশরাফুল, বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন আন্তর্জাতিক মঞ্চে ফেরার প্রস্তুতির কথা। মাঠে প্রথম ম্যাচে সেই প্রস্তুতির ছাপ খুব অল্পই রাখতে পেরেছেন আশরাফুল। উদ্বোধনী ম্যাচেই আশরাফুলের রাজশাহী মাঠে নেমেছিল শক্তিশালী বেক্সিমকো ঢাকার বিপক্ষে।
যেখানে ব্যাট হাতে রান পাননি আশরাফুল, আউট হয়েছেন ৯ বলে ৫ রান করে। ব্যাটিংয়ের সময় তার মধ্যে কোনো অস্বস্তি দেখা না গেলেও, বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। রাজশাহীর ইনিংসের সপ্তম ওভারে উইকেটে
এসেছিলেন আশরাফুল। তখন দলের সংগ্রহ ২ উইকেটে ৪৮ রান। অপরপ্রান্তে ১৪ বলে ২৪ রান নিয়ে বেশ স্বাচ্ছন্দ্য ব্যাটিং করছিলেন ডানহাতি ওপেনার আনিসুল ইসলাম ইমন। ফলে আশরাফুলের ওপর খুব বেশি চাপ ছিল না। তার ব্যাটিংয়ে চাপের কোনো ছাপও ছিল না। নিজের মতো সময় নিয়েই খেলতে শুরু করেন আশরাফুল।
মুক্তার আলির করা মুখোমুখি প্রথম বল ডট দিলেও দ্বিতীয় বলেই রানের খাতা খোলেন আশরাফুল। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের ওভারে সাবলীলভাবেই খেলেন সিঙ্গেল নিয়ে।
কিন্তু সর্বনাশ হয় মুক্তার আলির করা নবম ওভারের শেষ বলে। অফস্টাম্পের বাইরে বল পেয়ে স্কয়ার কাট করেছিলেন আশরাফুল। মনে হচ্ছিল সীমানাছাড়া হবে সহজেই। মাঝপথে বাঁধা হয়ে দাঁড়ান নাইম শেখ। পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে ডানদিকে ঝাঁপিয়ে বাজপাখির ক্ষিপ্রতায় বলটি লুফে নেন নাঈম।
দৃষ্টিনন্দন শট খেলা আশরাফুলের ইনিংসের সমাপ্তি ঘটে নাঈমের আরো সুন্দর এই ক্যাচের মাধ্যমেই। আউট হওয়ার আগে আশরাফুল করেন ৯ বলে ৫ রান। যা চাপে ফেলে দেয় রাজশাহীকে। তবে শেষদিকে মেহেদি হাসান (৩২ বলে ২০) ও নুরুল হাসান সোহানের (২০ বলে ৩৯) ব্যাটে চড়ে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা।
সোনালীনিউজ/এমটিআই