শেষ চারে টিকে থাকার মিশনে ব্যাটিংয়ে বরিশাল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২০, ০৬:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা : চলমান বঙ্গবন্ধু টি-২০ কাপের ১৮তম ম্যাচে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও গাজী গ্রুপ চট্টগ্রাম। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে বরিশালকে। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। বঙ্গবন্ধু টি-২০ কাপে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছে চট্টগ্রাম। নিজেদের প্রথম ৫ ম্যাচেই জয় পেয়েছে তারা। অবশ্য নিজেদের সবশেষ ম্যাচে এসে আসরের প্রথম পরাজয়ের মুখ দেখেছে দলটি।

অন্যদিকে, শুরু থেকেই হতাশা উপহার দিয়ে যাচ্ছে বরিশাল। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে তামিম ইকবালের দল। এই ম্যাচ হারলে প্লে অফের সমীকরণ অনেকটাই কঠিন হয়ে যাবে দলটির জন্য। ফলে ম্যাচটি জিততে মরিয়া থাকবে বরিশাল। চট্টগ্রামের একাদশে এসেছে চার পরিবর্তন। লিটন দাস, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও রাকিবুল হাসানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন শওকত আলী, সঞ্জিত সাহা, মেহেদী হাসান ও রুয়েল মিয়া।

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান জয়, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, শওকত আলী, সঞ্জিত সাহা, মেহেদী হাসান ও রুয়েল মিয়া।

ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সুমন খান, কামরুল ইসলাম রাব্বি, সালাউদ্দিন শাকিল।

সোনালীনিউজ/এমএএইচ