বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

ফাইনাল খেলছেন না সাকিব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২০, ০৩:৩০ পিএম
ফাইল ছবি

ঢাকা: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। শ্বশুরের অসুস্থতার কারণে হঠাৎ করেই দেশ ছাড়ছেন এই অলরাউন্ডার।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার ম্যানেজার ও সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল।

সংবাদমাধ্যমকে তিনি জানান, সোমবার রাতে হোটেল ছেড়ে গেছেন সাকিব। তার শ্বশুর অনেক দিন থেকে অসুস্থ ছিলেন। কিন্তু এখন অবস্থা গুরুতর। তাই ফাইনাল খেলা ছাড়তে হচ্ছে সাকিবকে।

১৮ ডিসেম্বর সন্ধ্য ৭টায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচ।

সোমবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হয়েছিল সাকিবের জেমকন খুলনা। ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত বোলিং আর জহুরুল ইসলামের ব্যাটে ভর করে ফাইনালে পৌঁছে গেছে খুলনা।  এ দিন সাকিব ২৮ রান তোলেন। এ ছাড়া ৩২ রানে নিয়েছেন ১ উইকেট। ম্যাচ শেষ কাল রাতেই হোটেল ছাড়েন তিনি।

সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পরিবার থিতু যুক্তরাষ্ট্রে। এক বছরের নিষেধাজ্ঞার বড় একটি অংশ সাকিব কাটিয়েছেন সেখানেই। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার জন্য গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি।

সোনালীনিউজ/আইএ