ঢাকা : চিকিৎসকের পরামর্শে হাসপাতাল থেকে বুধবার (৬ ডিসেম্বর) ছাড়া পাচ্ছেন ‘কলকাতার রাজপুত্র’ সৌরভ গাঙ্গুলি। তিনি এখন অনেকটায় সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসক।
এদিকে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর দর্শনার্থীদের ঢল নেমেছে আলিপুর হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, সৌরভকে বাড়ি যেতে দেয়া হবে আগামীকাল বুধবারই। ভক্তদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আলিপুর হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসক সৌভিক পান্ডা বলেছেন, ‘সৌরভ নিজেই আমাদেরকে দর্শকদের নিয়ন্ত্রণ করার অনুরোধ করেছিলেন। তিনিই ঠিক করছেন, কাদের সঙ্গে দেখা করবেন, কাদের সঙ্গে করবেন না।’ দর্শনার্থীদের সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষকে খুলতে হয়েছে ‘সৌরভ গঙ্গোপাধ্যায় লাউঞ্জ’ নামে একটি বিভাগও। যেখানে অ্যাপোয়েন্টমেন্ট ছাড়া হাসপাতালে চলে আসা ভক্ত-সমর্থকদেরকে সৌরভের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন তার পরিবারের লোকজন, কিংবা হাসপাতালের কর্মকর্তারা।
এদিকে, হাসপাতালেবুধবার হাসপাতাল থেকে মুক্তি মিলবে তার, জানা যাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম থেকে। তবে সেটা হবে সাময়িক ছুটি, চিকিৎসার দ্বিতীয় পর্বের জন্যে কয়েক দিনের মধ্যেই আবারও হাসপাতালে ফিরতে হবে তাকে। ডান দিকের ধমনীতে ইতোমধ্যেই একটি স্টেন্ট বসে গেছে তার। বাঁ পাশের ধমনীতে থাকা দুটো ব্লকেজের চিকিৎসার জন্যে বসবে আরও দুটো স্টেন্ট। তবে সেখানে বাইপাস নয়, অ্যাঞ্জিওপ্লাস্টিই করাতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাঞ্জিওপ্লাস্টি দুটো কবে করা হবে, তা আজ মঙ্গলবার ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি সৌরভকে পর্যবেক্ষণের পরই নির্ধারিত হবে।
তবে হৃদরোগের প্রাথমিক ধাক্কা সামলে সৌরভ এখন সুস্থই আছেন, জানাচ্ছে কোলকাতার সংবাদ মাধ্যম। বুকে যন্ত্রণা কিংবা অস্বস্তিও নেই এখন আর। রাজনীতিবিদ জয় শাহ, বিজেপি মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে তার সাক্ষাত হয়েছে ইতোমধ্যেই। অবশ্য তাকে কোনোরকম কাজের ভাবনা মাথায় ঠাঁই দেওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা।
সোনালীনিউজ/এমএএইচ