উইন্ডিজ সিরিজ

মাঠে নামার আগেই টাইগার শিবিরে ইনজুরির আঘাত

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২১, ০৩:০৪ পিএম
সংগৃহীত

ঢাকা : হেড কোচ রাসেল ডোমিঙ্গোর গেম প্ল্যানে তিনিও আছেন। ওয়ানডে আর টেস্টের প্রাথমিক দলেও আছেন তাসকিন আহমেদ। অনেক দিন পর দেশের মাটিতে ফিরছে আন্তির্জাতিক ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এরই মধ্যে এসে পৌঁছেছে। এ সিরিজ কে সামনে রেখে অনুশীলন শুরু করেছে টাইগাররা। 

কিন্তু এই অনুশীলনেই হাতে চোট পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। ওয়ানডে আর টেস্টের প্রাথমিক দলেও আছেন তাসকিন। অনুশীলনে তামিম, সাকিব, মুশফিকদের বিপক্ষে শুরুতে নেটে নতুন বল তুলে দেয়া হচ্ছে তাসকিন আহমেদের হাতে। তাকে নিয়ে হেড কোচ রাসেল ডোমিঙ্গো অনেক আশাবাদী। 

সোমবার (১১ জানুয়ারি) শেরে বাংলার ইনডোরে বোলিং করতে গিয়ে বাঁ-হাতে বলের আঘাতে ব্যাথা পেয়েছেন তাসকিন।

বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, বিকেলে নেটে বোলিংয়ের সময় বল লেগেছে তাসকিনের বাঁ-হাতে।

বোলিংয়ের পর ফলোথ্রু’তে ব্যাটসম্যানের শটস ফেরাতে যান তাসকিন। বল গিয়ে আঘাত হানে তার বাঁ-হাতের বুড়ো আঙ্গুল ও পাশের আঙ্গুলের মধ্যবর্তী জায়গায়। হাতে কোনো ফ্র্যাকশ্চার হয়নি। তবে ফিজিওর তত্বাবধানে রয়েছেন তাসকিন। মঙ্গলবার (১২ জানুয়ারি) পরীক্ষা করা হবে। এরপরই জানা যাবে প্রকৃত অবস্থা। 

রাবিদ ইমাম আরও জানালেন, হাতে কোনো ফ্র্যাকশ্চার হয়নি। তবে ফিজিওর তত্বাবধানে রয়েছেন তাসকিন। মঙ্গলবার পরীক্ষা করা হবে। এরপরই জানা যাবে প্রকৃত অবস্থা কী?

সোনালীনিউজ/এমএএইচ