ঢাকা : প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) রোববার (১৪ মার্চ) তখন লিগ ওয়ানের ম্যাচ খেলতে মাঠে নেমেছে। ঠিক সেই সময়ই দুঃসংবাদটা এসে পৌঁছল অ্যাঞ্জেল ডি মারিয়ার কানে। বাড়িতে ডাকাত পড়েছে। স্ত্রী-সন্তানদের আটকে রেখে ভয়ংকর তাণ্ডব চালাচ্ছে ডাকাতরা। চরম উদ্বেগ-উৎকণ্ঠা নিয়েই খেলা ছেড়ে ছুটলেন আর্জেন্টাইন ফুটবলার।
সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রথমে একটি ফোন আসে পিএসজি পরিচালক লিওনার্দোর কাছে। ডি মারিয়ার বাড়ির ঘটনা জানতে পেরে তিনি তা জানান দলের কোচ মওরিসিও পচেত্তিনোকে। পচেত্তিনো সঙ্গে সঙ্গেই ডি মারিয়াকে মাঠ থেকে তুলে নেন। ম্যাচের তখন ৬২ মিনিট চলছে। ড্রেসিংরুমে আসার পর আর্জেন্টাইন তারকাকে গোটা বিষয়টি খুলে বলেন কোচ।
জানান, তার বাড়িতে ঢুকে পড়েছে এক দল ডাকাত। যারা বাড়ির লোকদের কার্যত ‘বন্দি’ করে রেখে ডাকাতি করছে।
এমন খবর পেয়ে এক মুহূর্ত দেরি না করে বাড়ির উদ্দেশে রওনা দেন ডি মারিয়া। যদিও গোটা ঘটনায় ডি মারিয়ার স্ত্রী ও সন্তানদের কিছু সময়ের জন্য অপহরণ করা হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট হয়। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
ডি মারিয়ার এই খবরের মধ্যেই আরেকটি ঘটনা প্রকাশ্যে আসে। একই ম্যাচের সময়ই ডাকাতির কবলে পড়েছে পিএসজি অধিনায়ক মার্কুইনহসের পরিবারও। এ সময় ব্রাজিলিয়ান তারকার বাবা-মা’কে জিম্মি করে লুটপাট করে ডাকাতরা। ফরাসি পুলিশ এই ঘটনারও তদন্তে নেমেছে। পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কঠিন সময়ে মার্কুইনহস এবং ডি মারিয়ার পরিবারের পাশে আছে ক্লাব।
সোনালীনিউজ/এমএএইচ