ঢাকা : টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ভারত কতটা পরিশ্রম করেছে, তার প্রমাণ পাওয়া গেছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষের টেস্ট সিরিজেই। ফাইনালে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
শুক্রবার (৭ মে) ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরও চারজনকে।
আগামী ১৮-২২ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তবে স্কোয়াডে জায়গা পাননি হার্দিক পান্ডিয়া এবং কূলদীপ যাদব। কারণ হিসেবে তাদের ফিটনেসের ঘাটতিকে উল্লেখ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। স্কোয়াডে জায়গা পেলেও একরকম ঝুলে আছেন লোকেশ রাহুল এবং ঋদ্ধিমান সাহা। সফরের আগেই দুজনকে ফিটনেস টেস্টে ভালো ফলাফল করতে হবে। আলোচনায় থাকলেও দলে জায়গা হয়নি পৃথ্বী শর। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলবে একই স্কোয়াডের সদস্যরা।
২০ সদস্যের স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, শুভমন গিল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, রিশভ পান্থ (উইকেটরক্ষক), রবিচন্দন অশ্বিন, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল এবং ঋদ্ধিমান সাহা।
স্ট্যান্ডবাই : অভিমন্যু ঈশ্বরান, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং আরজান নাগওয়াসওয়ালা।
সোনালীনিউজ/এমটিআই