‘আল্লাহর ওপর ছেড়ে দিলাম, দেখি চেষ্টা করে’

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০২১, ০৩:৫৭ পিএম
ফাইল ছবি

ঢাকা : ভারত থেকে ফিরে দীর্ঘ সময় ধরে কোয়ারেন্টাইন থাকার পর মুক্তি মিললো সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের। মাত্র তিনদিন পর ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে টিম বাংলাদেশ। 

সবকিছু ঠিকঠাক থাকলে এই সিরিজে একাদশে থাকছেন সাকিব এবং মোস্তাফিজ। কিন্তু দীর্ঘদিন কোয়ারেন্টাইনে থেকে, মাত্র দু’দিন অনুশীলন করে তারা কতটুকু নিজেদের মেলে ধরতে পারবেন? অনেক বড় প্রশ্ন হিসেবেই দেখা দিয়েছে ব্যাপারটা। 

বুধবার (১৯ মে) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ সব প্রশ্নের জবাব দিয়েছেন বা-হাঁতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

বাঁ-হাতি পেসার মোস্তাফিজ আইপিএলে দুর্দান্ত বোলিং করেছেন। যেন শুরুর দিকের সেই ফর্ম ফিরে পেয়েছেন তিনি। তবুও, লম্বা সময় কোয়ারেন্টাইনে থাকার পর মাত্র দু’দিনের প্র্যাকটিস শেষে তারা কতটুকু নিজেদের মেলে ধরতে পারবেন, তা নিয়ে নিজেরাও সন্দিহান মোস্তাফিজ। যে কারণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আস্থা রাখলেন আল্লাহর ওপর। বলে দিলেন, ‘আল্লাহর ওপরে ছেড়ে দিলাম। দেখি চেষ্টা করে, কি হয়!’

আইপিএল স্থগিত হওয়ার আগে সর্বশেষ যে ম্যাচ খেলেছেন এবং অনুশীলন করেছেন, সে হিসেব নিয়ে মোট ২৫দিন মোটামুটি খেলার বাইরে মোস্তাফিজ। তিনি নিজেই জানিয়েছেন সেটা। গত ২৫দিনে একটি ম্যাচ খেলেছেন এবং একদিন মাত্র অনুশীলন করতে পেরেছেন। আর সর্বশেষ ১৯দিন তো কিছুই করতে পারেননি। পুরোটা সময়ই কাটিয়েছেন কোয়ারেন্টাইনে।

মোস্তাফিজ বলেন, ‘আমি আইপিএলে থাকাকালীন আইপিএল আর আমাদের দেশে রুম কোয়ারেন্টাইন দিয়ে প্রায় ২৫ দিনে একটা প্র্যাক্টিস আর একটা ম্যাচ খেলেছি মাত্র। এখন জানি না, আমি আর সাকিব ভাই দুজনেই ওরকম ছিলাম। তিনদিন সময় পাচ্ছি শুধু। কালকে তো (দলের সঙ্গে যোগ দেয়ার পর) প্র্যাকটিস করতে পারিনি, আজকে করলাম। আরও দুইদিন সময় পাব। আল্লাহর ওপরে ছেড়ে দিলাম। দেখি চেষ্টা করে, কি হয়!’

লম্বা সময় গ্যাপের পর প্রথম ম্যাচ খেলতে নেমে মোস্তাফিজের লক্ষ্য কী? জানতে চাইলে নিজেকে উচ্চাভিলাসী হিসেবে প্রকাশ করলেন না এই কাটার মাস্টার। মাটিতেই রাখলেন। বললেন, ‘এদিকে ১৪ দিন (দেশে ফেরার পর কোয়ারেন্টাইনে) ওদিকে ৫ দিন (আইপিএল স্থগিত হওয়ার পর প্রায় বন্দী অবস্থা কাটানে)। টানা উনিশ দিন যদি কিছু না করি, রুমের ভেতর থাকি। টুকটাক যেগুলা করা যায় ওগুলা করে যদি প্রথম দিনেই কিছু ভাবি, তাহলে তো হওয়ার কথা না। আমি চেষ্টা করছি, আজকে প্রথম সুযোগ পেলাম। এমনি হাতে ব্যথা লাগতে পারে। কি বলে, বুঝেতে পারতেসি না।’

শ্রীলঙ্কা দলকে প্রতিপক্ষ হিসেবে কেমন দেখছেন? মোস্তাফিজ জবাবে বললেন, ‘এখন যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে আসবে তারা কেউ ছোটখাটো না। আমার মনে হয় আমরা দুই দল সমান। কোনো দলকে আমি ছোট করে দেখি না। তবে দেশকে তো জেতাই লাগবে, না!’

যদিও ঘরের মাঠে নিজেরাই এগিয়ে থাকবেন বলে মন্তব্য করলেন মোস্তাফিজ। তিনি বলেন, ‘হোমে আমরা বেশি ম্যাচ জিতছি তো, অবশ্যই আমরা হোমে এগিয়ে থাকব।’

বায়োবাবলের অভিজ্ঞতা খুবই কষ্টকর হিসেবে মন্তব্য করলেন মোস্তাফিজ। তিনি বলেন, ‘শেষ দুই বছর শুধু আমার জন্য না, সবার জন্যই খুব কষ্টকর এই বায়ো-বাবল।’

সোনালীনিউজ/এমএএইচ