ঢাকা : শ্রীলংকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করে আইসিসি র্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। র্যাঙ্কিংয়ে দুইয়ে ওঠার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলছেন, ভাবনার বাইরে ছিল এমন অর্জন।
বুধবার (২৬ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিওবার্তায় মিরাজ এ কথা জানান।
তিনি বলেন, র্যাঙ্কিংয়ে দুই নম্বরে আসতে পেরে খুব ভালো লাগছে। কখনো ভাবিনি ওয়ানডে ক্রিকেটের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে আসব। টেস্ট খেলা শুরুর পর, টেস্ট বোলারই ছিলাম। তবে, নিজের মধ্যে সবসময় একটা জিনিস কাজ করত যে, শুধু টেস্ট খেলব না, সব ফরম্যাটই খেলব এবং যেনো সফলতার সঙ্গে খেলব।
ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ খেলছেন মিরাজ। প্রথম দুই ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। তাতেই বুধবার প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে পাঁচে থেকে উঠে এসেছেন দুইয়ে।
বাংলাদেশের মাত্র তৃতীয় বোলার হিসেবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা দুইয়ে জায়গা পেলেন মিরাজ। এর আগে যে নজির গড়তে পেরেছিলেন সাকিব আল হাসান ও আবদুর রাজ্জাক।
সোনালীনিউজ/এমএএইচ