কোপা আমেরিকা

শেষ আটের সম্ভাব্য সমীকরণ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৭, ২০২১, ০১:৩৭ পিএম
ছবি: ইন্টারনেট

ঢাকা : কোপা আমেরিকার এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ম্যাচের ফলাফল ও পয়েন্ট তালিকা দেখে বোঝাই যাচ্ছে কেমন হতে পারে শেষ আটের সম্ভাব্য সমীকরণ। তবে এতে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের জন্য তেমন একটা সুখবর নেই। কারণ চির প্রতিদ্বন্দ্বী এই দুদলের লড়াই দেখতে হলে অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিল। 

অন্যদিকে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান আর্জেন্টিনার দখলে। বর্তমান পয়েন্ট তালিকার হিসেব অনুযায়ী আর্জেন্টিনার সামনে পড়তে পারে ইকুয়েডর। অপরদিকে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে ‘বি’ গ্রুপের চতুর্থ দলের বিপক্ষে তাই বর্তমান পয়েন্ট টেবিলের হিসেবে স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে। 

আবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে এই সমীকরণও পাল্টে যেতে পারে। কারণ উরুগুয়ের সামনে সুযোগ আছে স্বাগতিকদের মুখোমুখি হওয়া এড়ানোর, সেক্ষেত্রে প্যারাগুয়েকে হারাতে হবে সুয়ারেজের দলকে। এমনটি ঘটলে চিলিকে প্রতিপক্ষ হিসেবে পাবে ব্রাজিল।

শেষ রাউন্ডে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকাতেও হতে পারে রদবদল। চার ম্যাচই খেলে ফেলা কলম্বিয়া ৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তিন ম্যাচে সমান ৪ পয়েন্ট পেরুর। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চারে একুয়েডর। তাদের সমান পয়েন্ট নিয়ে তলানিতে ভেনেজুয়েলা। সেই হিসেবে পেরুর প্রতিপক্ষ হতে পারে প্যারাগুয়ে। কলম্বিয়া মুখোমুখি হতে পারে চিলির। ‘এ’ গ্রুপে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্যারাগুয়ে। চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চিলি আছে তৃতীয় স্থানে। বলিভিয়াকে হারিয়ে উরুগুয়ের অবস্থান চার নম্বরে। গ্রুপের তলানিতে বলিভিয়া।

কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ:

ব্রাজিল- সম্ভাব্য প্রতিপক্ষ উরুগুয়ে।

আর্জেন্টিনা-সম্ভাব্য প্রতিপক্ষ ইকুয়েডর।

প্যারাগুয়ে-সম্ভাব্য প্রতিপক্ষ পেরু। 

চিলি-সম্ভাব্য প্রতিপক্ষ কলম্বিয়া। 

সোনালীনিউজ/এএম