ঢাকা: কোপায় এই নিয়ে টানা চারবার সেমি-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সবশেষ আসরে ব্রাজিলের সঙ্গে হেরেই বিদায় নিয়েছিল আলবেসেলেস্তারা। চলতি আসরে কলম্বিয়াকে হারাতে পারলেই ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে উঠার সুযোগ থাকবে লিওনেল মেসিদের সামনে। অন্যদিকে মেসিদের হারাতে পারলেই ২০ বছর পর শিরোপা জয়ের সম্ভাবনা থাকবে কলম্বিয়ার সামনে।
কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। এদিকে কোপার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলকে তাই ফাইনালে স্বাগতিকদের মুখোমুখি হতে হবে। তবে ব্রাজিল তারকা নেইমার তো বলেই দিয়েছেন ফাইনালে তিনি আর্জেন্টিনাকেই চান।
সেমিফাইনালের আগে আর্জেন্টাইনদের ভরসা যোগাচ্ছে সাম্প্রতিক পারফরম্যান্স ও মেসির ছন্দ। গত দুই বছর ধরে হার না পাওয়া আর্জেন্টিনা টানা ১৮ ম্যাচে অপরাজিত। কলম্বিয়ার বিপক্ষে অতীত পরিসংখ্যানও মেসিদের পক্ষে। এখন পর্যন্ত ৪০ বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ২৩ বার, কলম্বিয়া জিতেছে ৯টি ম্যাচে। বাকি ৮টি ম্যাচ ড্র।
উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে আসে কলম্বিয়া। অন্যদিকে, আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে। এবারের কোপার আসরে এখন পর্যন্ত ৪ গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্টও করেছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই এ তারকাকে আটকানোর পরিকল্পনা থাকবে কলম্বিয়ার।
কলোম্বিয়াকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা। তাই সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চান আর্জেন্টিনার কোচ স্কালোনি। এ জন্য একাদশে পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সোনালীনিউজ/এআর