ঢাকা : কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হয়েছে ম্যাচটি।
শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা তাদের প্রথম একাদশ সাজিয়েছে অ্যাঙ্গেল ডি মারিয়াকে রেখে। ব্রাজিল সেমিফাইনালের প্রথম একাদশ অপরিবর্তিত রেখে ফাইনালে মাঠে নেমেছে।
আর্জেন্টিনা তাদের প্রথম একাদশে একসঙ্গে পাঁচটি পরিবর্তন এনেছে। রিজার্ভ বেঞ্চে পাঠানো হয়েছে জেল্লা, গঞ্জালেজ, মলিনা, ট্যাগলিয়াফিকো ও রডরিগেজকে। প্রথম একাদশে ঢোকেছেন আকুনা, রোমেরো, মন্তিয়েল, পারেদেস ও ডি মারিয়া।
আর্জেন্টিনার প্রথম একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, ডি'পল, মেসি, ওতামেন্দি, লো সেলসো, মার্টিনেজ এল, আকুনা, রোমেরো, মন্তিয়েল, পারেদেস ও ডি মারিয়া।
ব্রাজিলের প্রথম একাদশ : এডারসন, দানিলো, থিয়াগো সিলভা, মারকিনহোস, ক্যাসোমিরো, রিচার্লিসন, ফ্রেড, নেইমার, রেনান লোদি, লুকাস পাকুয়েতা ও এভার্টন।
সোনালীনিউজ/এমটিআই