জয়োল্লাসে ব্যস্ত মেসি, ডুকরে ডুকরে কাঁদছেন নেইমার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ১০:০৩ এএম

ঢাকা : কারো পৌষ মাস কারো সর্বনাশ - এই বাঙালি প্রবাদের অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে আজ দেখতে হতো কোপা আমেরিকার ফাইনালের শেষ বাঁশি বাজার পরের কয়েকটি দৃশ্য।

তখন হয়তো প্রবাদের অনুকরণে অনেকে বলবেন - হাসছেন মেসি কাঁদছেন নেইমার।

অবশ্য খেলা মানেই এমন দৃশ্যের অবতারণা। আনন্দ, সুখ ও উল্লাসে মাতেন বিজিতরা। একই মাঠে বিষাদ, দুঃখ ও হতাশায় মুখ ঢাকেন পরাজিতরা।

ব্রাজিলের ঐতিহ্যবাহী স্টেডিয়াম মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে সেলেকাওদের ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। একমাত্র গোলটি এসেছে ফরোয়ার্ড ডি মারিয়ার পা থেকে।

ফাইনালে একাদশে বিরাট পরিবর্তন আনেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আগের ম্যাচগুলোতে ডি মারিয়া নামতেন বদলি হিসেবে শেষ দিকে। আজ শুরুতেই তাকে দেখা গেল মাঠে। আর সুযোগের সদ্ব্যবহার করলেন ডি মারিয়া। আস্থার প্রতিদান দিলেন।

রেফারির শেষ বাঁশিতে মেসি যখন জয়োল্লাসে ব্যস্ত, বন্ধু নেইমার তখন ডুকরে ডুকরে কাঁদছেন। আস্তিনে মুখ লুকাচ্ছেন।

চোখ ভাসিয়েছেন কান্নার নোনা জলে। সেটাই স্বাভাবিক। একটা শিরোপার খোঁজে মাঠে নেমেছিলেন তিনিও। ২০১৯ সালের শিরোপা ঘরে তুললেও ইনজুরির কারণে সে টুর্নামেন্টে খেলতে পারেননি তিনি। সে শিরোপায় কোনো অবদান নেই নেইমারের। তাই এবারের কোপা চ্যাম্পিয়ন হতে মরিয়া ছিলেন তিনি। ছুতে চেয়েছিলেন ট্রফিটা।

কিন্তু তা আর হলো কই। বুক ভরা হতাশাই পেয়েছেন শেষ ম্যাচে।

সোনালীনিউজ/এমটিআই